ঘর ঘর রাতভর জ্বলে কত আলো
ঝিকমিক ঝিকমিক দূর করে কালো।
ফুলঝুরি শোভা পায় শিশুদের হাতে
নীরবেই পুড়ে শেষ খুশি আঁখিপাতে।
তুবড়ির ফোয়ারায় ঝরে পড়ে তারা
মেতে ওঠে সকলেই রয় কাছে যারা।
শ্যামামার হাত ধরে আসে দীপাবলি
নাশ হয় অশুভের ওড়ে ফুলে অলি।


খুশি আর মজা শুধু দুখ হয় দূর
চোখগুলি উজ্জ্বল যেন কোহিনুর।
হাহাকার চাপা রয় প্রদীপের তলে
রোজ আনে রোজ খায় দীপ নাহি জ্বলে।
ভালোবাসা দিয়ে যদি নিতে পারি টেনে
হতে পারি ভগীদার ভাইবোন জেনে।