সুনামের লাগি রাজসূয় আয়োজন
কেন এত আড়ম্বর কীবা প্রয়োজন।
ফেলে দেওয়া খাবারেই ডাস্টবিন ভরে
অনাহার অনিদ্রায় কত লোক মরে।
ফলন অধিক হলে করে অপচয়
বাজার অটুট রবে তা না হলে নয়।
মানুষ পায় না ব্যথা মানুষের জন্য
অভাবের তাড়নায় হতে হয় পণ্য।


এভাবেই ঝরে কত অমূল্য জীবন
এত বৈপরীত্যে ভরা ভাবি অনুক্ষণ।
ভিখারি পায় না ভিক্ষা দেউলে অঢেল
চোখের আড়ালে চলে অসাধুর খেল।
হবে নাকি কোনোদিন নিপীড়ন শেষ
পরম পিতার কাছে এ নালিশ পেশ।