অতি অল্পে তুষ্ট রই নিয়ো নাকো কেড়ে
বাঁচার রসদ এ যে, কেন দেব ছেড়ে।
নদীর স্রোতের টানে নেমে আসে শিলা
ক্ষয়ে ক্ষয়ে হয় ক্ষীণ এ কী তব লীলা!
এটুকুও দিতে পারি যদি তুমি চাও
চরণে অঞ্জলি দেবো এসো এই নাও।
হারাবে না কোনো কিছু রবে তব কাছে
কত কী অমূল্য ধন হেপাযতে আছে।

যা দেখি অনিত্য সব নিত্য শুধু তুমি
চির ভাস্বর উজ্জ্বল শৌর্য নভচুমি।
বর্ণহীন ছায়া কায়া ব্যপ্ত চরাচর
এ দাসেরে করে নিয়ো তব অনুচর।
অসীম অনন্ত মাঝে তুমি অপরূপ
আর কবে পাবো দেখা পুড়ে শেষ ধূপ।