পুরোনো চালের ভাত খেতে লাগে বেশ।
পুরোনো দিনের গান যদি করে পেশ
ভরে ওঠে মন প্রাণ সব ছন্দময়
সহজেই সকলের চিত্ত করে জয়।
বিবর্ণ পাতাও লাগে কতকিছু কাজে
যৌবনের মন্দ্রধ্বনি অন্তরেতে বাজে  
নতুনের প্রতি থাকে অনিবার্য টান
পুরোনোর স্মৃতিকণা হয় নাকো ম্লান।


অনাদরে ঝরে যায় অসময়ে ফুল
সুবাস বিলিয়ে দিয়ে করেনি সে ভুল।
ঠেলো না, ঠেলো না দূরে কাছে তাঁরে টেনো  
জবাব নিজের কাছে জমা আছে জেনো।
ফুরালে দিনের আলো ঘনায় আঁধার
ভুলের বোঝার ভার বাড়িয়ো না আর।