প্রাণের উদ্ভব হল এককোষী দিয়ে
চারিদিক জলময় ওরা গেল জিয়ে।
এবার গজাল কত ছোটো বড় তরু
পতঙ্গের আবির্ভাবে জ্বালা হলো শুরু ।
জলে ও ডাঙায় এলো নানাবিধ প্রাণী
অস্তিত্ব রক্ষার তরে চলে হানাহানি।
যতটুকু প্রয়োজন তার বেশি নয়
কোনোকিছু বিলোপের ছিল নাকো ভয়।


কোটি কোটি যুগ পরে এসেছে মানুষ
নামেই মানুষ শুধু নেই কোনো হুঁশ।
যত পায় আরো চায় অল্পে তুষ্ট নয়  
মেটাতে আপন খিদে নির্মম দুর্জয়।
ওজনোস্ফেয়ারে ফুটো মানুষের কাজ
নির্বিচার হননেও পায় না সে লাজ।