কত কী স্বপনে রাতে দেয় ধরা এসে।
ডানা মেলে উড়ি আমি সুনীল আকাশে
পাশাপাশি ওড়ে কত বিহঙ্গ বাতাসে
সীমানা ছাড়িয়ে যাই পরিদের দেশে।
খেলা করি একসাথে গাই হেসে হেসে
শিশিরের কণা হয়ে ঝরি ভোরে ঘাসে
হিমের পরশ নিয়ে পৌষ-মাঘ মাসে
প্রজাপতি বসে গায় কত ভালোবেসে।


হঠাৎ ভেঙেছে ঘুম দেখি আছি শুয়ে
স্নেহভরা মা'র কোলে কুঁড়েঘরে ভু্ঁয়ে
ফের ঘুম আসে নেমে দু'নয়ন জুড়ে
চোখ দুটি বাঁধা থাকে পরি যায় ছুঁয়ে
হাত মেলে খুঁজি যাই আমি নুয়ে নুয়ে
জেগে দেখি রবি হাসে পুবাকাশ ফুঁড়ে।