সরীসৃপ রাজপথ অতীব পিচ্ছিল
উজ্জ্বল শো-রুম পাশে হাসি অনাবিল।
হলুদ রঙের বন্যা সূর্যমুখী খেতে
পথের দুপাশে পড়ে ওই গ্রামে যেতে।
ওখানেই আছে এক অভিশপ্ত বাড়ি
শহর ছাড়িয়ে দূরে উজ্জ্বলতা ছাড়ি।
ফুলের কেমন রঙ জানে না যে তারা
সকলেই দৃষ্টিহীন স্থির দুটি তারা।  

হাতের লাঠিই দিশা পথে নিত্যদিন
হৃদয়ে বেজেই চলে বেদনার বীন।  
তবুও বাঁচার ইচ্ছা ধরণির বুকে
কেমনে জীবন কাটে লাঠি ঠুকে ঠুকে।
কোথা তুমি প্রমময় এসে পাশে রও
করুণার সিন্ধু তুমি সদা সাথি হও।