ধরণিকে রক্ষা করো নারী তুমি পারো
প্রিয়া-জায়া-মাতা-কন্যা কখনো না হারো।
পৃথিবীকে কস্তুরীতে সর্বদা ভরাও
মাধুরী মিশিয়ে তুমি গান গেয়ে যাও।
বিধাত্রীর শ্রেষ্ঠ সৃষ্টি নয় নর, নারী
কৃষ্ণবর্ণা মাতা কালী তপোভঙ্গকারী
সর্বশক্তি লুক্কায়িত হৃদয়-কমলে
দুলুক যত মায়ের মুণ্ডমালা গলে।


নিজ রাজ্যে দেবতারা আজ গৃহছাড়া
অসুরের রক্তচক্ষু করে পিছু তাড়া।
রক্ষাকর্ত্রী মহামায়া দুর্গতিনাশিনী
জগন্মাতা শিব-জায়া দৈত্য-বিনাশিনী।
ধারণ সৃষ্টির বীজ করে নারী দেহ
তুমি ছাড়া আর নাই এ ধরাতে কেহ।