থাকুক শান্তিতে ওরা কেন হস্তক্ষেপ
নিষ্কলুষ জরোয়ার নাই রে আক্ষেপ।
বারাটাং দ্বীপে জন্ম, শান্ত পরিবেশ
ঝড়ঝঞ্ঝা চিরসাথি তবু নাই ক্লেশ।
কারা সভ্য কারা নয় রায় দেবে কারা
নিজেদের সভ্য ভেবে হই আত্মহারা!
বন্যরা সুন্দর বনে থাক নিরন্তর
খাঁচাবদ্ধ কর কেন ব্যথিত অন্তর।


চায় না কখনো কিছু ওরা আছে বেশ
এতদিন আছে টিকে ওটাই স্বদেশ।
শিল্পচর্চা রীতি নীতি ওরা বেশ জানে
যাও কেন সভ্যলোক ওদের ওখানে?
বাহবা খ্যাতির জন্য বুঝি দিশাহারা
পরিচর্যা বেশি হলে যাবে ওরা মারা।