মহাব্রহ্ম প্রতিধ্বনি তুচ্ছ অতি ধ্বনি
অপূর্ব অনুরণন, বুদ্ধের সিম্ফনি।
নৈসর্গিক অনুভূতি কোথা ভেসে যাই
অনন্ত ব্রহ্মাণ্ডে বুঝি আর কিছু নাই।
ধ্যানমগ্ন চক্ষুমুদে বোধিবৃক্ষতলে
কীভাবে সময় কাটে হৃদে দীপ জ্বলে।
প্রেরণার ফল্গুধারা বুদ্ধ দেবে দিশা
মনুষ্য জনমে মুক্তি কাটে অমানিশা।


ওংকার ধ্বনিতে জাগে কুলকুণ্ডলিনী
আত্মার পরম তৃপ্তি নূপুর কিঙ্কিণি।
যেভাবে তরঙ্গাঘাতে ভাঙে তটভূমি
নিরন্তর প্রয়াসেই রাঙা পদ চুমি।
শুচিস্নিগ্ধ দেহ মনে বস যোগাসনে
শুনিবে তাহার বাণী একাকী বিজনে।