সাঁঝের কুসুম তুমি ওগো পূর্ণশশী
বিমোহিত পুলকিত তব চাহনিতে
দিন ফুরালেই রাত আজ চতুর্দশী
একেলা ব্যাকুল চিত্তে এখন নদীতে।
পেরবো সপ্তসাগর ঊর্মিভরা নদী
দুকূল অঙ্গভুষণ রূপসি প্রভায়
দিশাদর্শী ধ্রুবতারা আছে সপ্তপদী
চঞ্চল বলাকা মন কোথা ভেসে যায়।

শারদ-নিশীথে ঝরে মুকুতার কণা
হিম মেখে জোছনায় ওড়ে কত পাখি
অন্তরায় নাই কিছু আজ মুক্তমনা
পরাব তোমার হাতে ফুলদল-রাখি।
লালিমা দর্শনে মন পরিপূর্ণ হবে  
দিশাদর্শী সখা সখী দেখিবে নীরবে।