সহজে দেয় না ধরা সাফল্য কখনো
অসম সাহসী পায় কখনো-সখনো।
ব্যর্থতা জোগায় শক্তি বাড়ে মনোবল
সাফল্যে অতীব হর্ষে চক্ষে ঝরে জল।
অধরাও দেবে ধরা চাই একাগ্রতা
হলেও নরম দেহ উচ্চে ওঠে লতা।
চন্দ্র ও মঙ্গল গ্রহ হয়ে গেছে জয়
যত দূর মনে হয় তত দূর নয়।


অপার রহস্যে ঘেরা ধূম্রভরা জাল
অদৃশ্য নিপুণ হস্তে কেটে দেয় কাল।
কত কিছু ঘটে রোজ ব্যাখ্যা তার নাই
গবেষণা নিরন্তর মিলেমিশে চাই।
প্রেরণা জোগান তিনি অন্তরাল থেকে
নিয়ত সাধনে রত তৃপ্তি পান দেখে।