আবার যেন মা ফিরি স্নেহভরা কোলে
আমায় না সাথে নিয়ে কেন গেলি চলে।
পুকুরের পাড়ে ঘর বাঁশের কপাট
পাশেই বাঁশের ঝাড় খাড়া স্নান-ঘাট।
বাসনের বোঝা নিয়ে মাজা ছাই দিয়ে
ঘাটে বসে দেখি আমি পিছু পিছু গিয়ে।
উঠোনে কত কী চাষ লাউ-ঝিঙে-শাক
বেগুন-করলা-শসা কা-কা করে কাক।

আপন মনেতে ঘোরা পড়া কতটুকু
নামতা প্রথম ভাগ পাশে বোন খুকু।
ঘুড়ি ও লাটাই নিয়ে বিকেলে উধাও
পিছনে তোমার ডাক, ‘কেন রোদে যাও’।
ওডাক যায় না কানে ওড়াতে বিভোর
পরের জনমে যেন পাই কোল তোর।