শুকতারা দিল ডাক ‘ঘুমিয়ো না ওঠো
সাগরসিনানে যাবে ট্রেন আসে ছোটো’।
চমকিয়া উঠি আমি পাশে চিরসাথি
ঠেলা দিয়ে বলি তারে ‘পোহাইল রাতি’।
তখনো রাঙেনি পুব হলো যাত্রা  শুরু
আশীর্বাদ করো মাগো জগতের গুরু।
প্রভাতে প্রচন্ড ঠান্ডা শান্ত নদীজল
পরিপূর্ণ তরিখানি শূন্য কোলাহল।


বিস্তীর্ণ বালুকাবেলা লোকে লোকারণ্য
প্রণমি তোমায় মুনি দরশনে ধন্য।
এখন মাহেন্দ্রক্ষণ স্নানে পুণ্যলাভ
করুণাবর্ষণ করো তুমি পদ্মনাভ।
হৃদয়ে পরম শান্তি চক্ষু মুদি ধ্যানে
ধুয়ে দাও যত পাপ করেছি অজ্ঞানে।