রেখো না জড়িয়ে ধরে তব সন্তানেরে
দাও ছেড়ে বিশ্বমাঝে জেনে নিতে সব
বুভুক্ষার কী যে জ্বালা কেন কলরব
বিধাতাই রক্ষাকর্তা, খাদ্য ক্ষুদিতেরে
জোগান দিয়েই যায়, দেয় নাকো মেরে।
জরাজীর্ণ বস্ত্র অঙ্গে শীর্ণ অবয়ব
হৃদয়ে নিদ্রিত আছে হারানো বৈভব
ঠিক ওরা জয়ী হবে যাবে নাকো হেরে।


বিশ্বাস জাগাতে মনে মন্ত্র দাও কানে
বুঝে যাবে নিজ জ্ঞানে জীবনের মানে
পেরোক সাগর নদী পাহাড় অরণ্য।
কুসুমিত নয় পথ বিশ্বে কোনোখানে
শক্তি প্রয়োগে সফল কণ্টক যেখানে
বাতাসে ধ্বনিত হবে ‘জননী সুধন্য’।