প্রেমের হিল্লোল জাগে পলাশ শিমুলে
ফাগুনের আগমনে দেরি নেই আর
কুহুতান দোলা দেয় হৃদে প্রেমিকার
বিমোহিত অষ্টাদশী বাতায়ন খুলে।
কাননে পলাশ গাছ ভরে গেছে ফুলে
সময় এগিয়ে আসে অঙ্গ সাজাবার
লাল গোলাপের রঙে রূপের বাহার
মুগ্ধতা শরীরে মনে উদাসী দুকূলে।


ঋতুরাজ বসন্তের অপার মহিমা
কল্লোলে উঠিবে দুলে মানিবে না সীমা
পুলকে মাতিবে মন আবির খেলায়।
ঐশ্বর্য মেলিবে ডানা সে কী মধুরিমা!
অনুপম নৃত্যশৈলী আশ্চর্য ভঙ্গিমা
নিজেরে হারাতে চায় মিলনমেলায়।