উড়ন্ত হিমানি কণা লাগে চোখে মুখে
পাহাড়ের শীর্ষদেশে ভীষণ কাঁপুনি
উচ্চ খারডুংলা পাসে এলাম এখুনি
গরম পোশাক গায়ে সাধ্য কী তা রুখে।
কিছুটা সময় কাটে পুলকে ও সুখে।
সূর্যালোকে উদ্ভাসিত অত্যুজ্জ্বল চুনি
ধোঁয়াশা চাদরে ঢাকা জ্বলে যেন ধুনি
ভাগ্যবান পায় স্থান শান্তির মুলুকে।


অনন্য এ অনুভূতি জাগে শিহরন
অসীম আনন্দে আজ ভরে গেল মন
সাধনার পীঠস্থান গিরি হিমালয়।
গুহার অন্দরে ধ্যানে মগ্ন ঋষিগণ
নিরালা নির্জন স্থানে শূন্যতাই ধন
নিঃসম্বল সাধুদের চৈতন্য উদয়।