এগোয় অদৃশ্য টানে থেমে থাকা গাড়ি
রহস্য লুকিয়ে আছে নগের অন্তরে
যখন ধরণি সৃষ্টি আসেনি গোচরে
তপস্যায় রত মুনি কৃষ্ণকালো দাড়ি।
সাদরে জড়িয়ে বলে যেয়ো নাকো ছাড়ি।
সাধনায় সিদ্ধিলাভ দেবতার বরে
নির্জন লাদাখে একা এতদিন ধরে,
তিলেক দাঁড়াও বন্ধু কেন তাড়াতাড়ি।


কুতূহলী অভিযাত্রী রহস্য সন্ধানে
কেন যে এমন হয় এখন তা জানে
আরো যে কত কী আছে অজানা সবার।
অদৃশ্য কে যেন এসে বলে কানে কানে
‘পেরোও দুর্গম পথ অজানার টানে
সন্ধানীর পাদস্পর্শে খুলে যাবে দ্বার’।