চোখের আড়ালে জন্ম শূন্য কোলাহল
নাই পদধ্বনি সেথা দর্শক প্রস্তর
ক্রন্দনধ্বনিও নাই, নাই বাড়িঘর
সর্পিল গতিতে নামে দ্রুততায় জল।
বিস্তীর্ন অরণ্যভূমি খুশিতে উচ্ছ্ল
বর্ধিত হতেই থাকে তব কলেবর
হৃষীকেষ হরিদ্বারে পবিত্র নির্ঝর
আপামর জনগণ ভাবে শান্তিস্থল।


সমগ্র প্রবাহ জুড়ে তোমার বন্দনা
মানবের মনস্তাপ, কলুষ, বেদনা
নিমেষে হরণ করো সোহাগে আদরে।
যেমন সন্তানে দেয় জননী সান্ত্বনা
তেমনি তোমাতে মেলে অপার করুণা
তোমাতেই চিরশান্তি মুক্তি চিরতরে।