ঈশ্বরের কৃপাতেই এতটা ভোগান্তি
রহিলে অজ্ঞাতবাসে স্ফটিক কুটিরে
হৃদয়ে প্রচন্ড ব্যথা শ্বাস ধীরে ধীরে
বিবেকানন্দের ধ্যানে দূরীভূত ক্লান্তি।
তাঁর অসীম কৃপায় ফিরে পেলে শান্তি
অদৃশ্য কুহেলি জাল রেখেছিল ঘিরে
কৃপাধন্য হয়ে তুমি এলে ঘরে ফিরে
দূরীভূত হয়ে গেল জমে থাকা ভ্রান্তি।


জীবের মরণ হবে সকলেই  জানে
তবুও একত্রে কাটে কী প্রবল টানে
প্রেম-প্রীতি-ভালোবাসা এ যে চিরন্তন।
যতদিন বাঁচে প্রাণ রহিবে এখানে
কর্ম করে যেতে হবে একীভূত প্রাণে
সাড়া তো দিতেই হবে ডাকিবে যখন।