রমলা এসেই হাঁকে 'দোর খোলো মাসি'
আমি তো সজাগ থাকি কখন ও ডাকে
এলেই পায়রা নামে উড়ে ঝাঁকে ঝাঁকে
ছড়ায় চালের খুদ মুখে হাসি রাশি।
পাখিরা ওকেই চায়, আমি ভালোবাসি
বেলা তো অনেক হলো ডাকে কেন কাক!
রমলা বেলায় এলো, বাঁচা গেল যাক্
করুণ নয়ন দুটি নিরুদ্দেশ হাসি।


স্বজনহারানো-ব্যথা ভুলিবে কেমনে
বিধাতা নিয়েছে কেড়ে নিশীথে নির্জনে
কন্যারত্ন ছিল তাঁর নয়নের মণি।
পুরানো বুকের ব্যথা জেগে ওঠে মনে
দুজনার এক দশা ভাবি ক্ষণে ক্ষণে
এড়িয়ে বাহিরে যাই শুনেই তখনি।