এতদিন ছিল পাশে আজ আর নাই
দিয়েছে দরাজ চিতে শীতলতা, ফল
জুগিয়েছে প্রাণবায়ু, বাড়িয়েছে বল
অবলা বিটপী দুটি বলে গেল 'যাই'।
সারাদিন ব্যথা বুকে ভাবি দুজনাই।
প্রাণীদের মতো ওর ঝরে অশ্রুজল
এমন ঘটনা দেখে অতীব বিহ্বল
সান্ত্বনা কেই বা দেবে, কোথা গেলে পাই।


আত্মার বিনাশ নাই মুনি ঋষি বলে
বৃক্ষদের পুনর্জন্ম হয় কি তাহলে!
হৃদয়কন্দরে চলে তীব্র আলোড়ন।
চলে যাব সকলেই, একা, নয় দলে
ওদের আবার পাব কোন পুণ্যবলে !
আপন সত্ত্বাকে আমি শুধাই এখন।