অবুঝ 'আমিত্ব' যদি দুর্বিনীত হয়
সংঘাত অপ্রতিরোধ্য নামে বিপর্যয়।
কুহেলিকা ঢেকে ফেলে চেতনা ও মন
বিভ্রান্তির ঘেরাটোপে নির্ঘাত পতন।
ভালো মন্দ বিচারের বুদ্ধি পায় লোপ
অকারণে সুজনের ঘাড়ে পড়ে কোপ।
ভ্রান্তি হলে নাবিকের দুর্দশাই ঘটে
জ্ঞানদাত্রী দম্ভ দেখে যায় পিছু হটে।


অবিলম্বে প্রয়োজন দম্ভ পরিহার
তাহলে সাফল্য-চাবি করায়ত্ব তাঁর।
আমিত্বের বিসর্জনে নিশ্চিত সুফল
যেভাবে গঙ্গার জল খুশিতে উচ্ছ্ল।
ঐশ্বর্যমণ্ডিত হবে এই বসুন্ধরা
জোয়ার আসিবে গাঙে স্বর্গ দেবে ধরা।