দিগন্ত যাবেই খুলে পা পা এগোলেই
কাঁটার আঘাতে জেনো বেরোবে শোণিত
তবুও সমুখ পথ নয় বিপরীত
ব্যর্থতা বাড়ায় জেদ দিশা দেখাবেই।
নিদর্শন আছে কত পাবে তাকালেই
নিরন্তর চেষ্টা বিনা মেলে না অমৃত
মনের অদম্য ইচ্ছা সাফল্যের ভিত
দুর্লঙ্ঘ্য শৃঙ্গও ধরা তখন দেবেই।


অতল সাগর সে তো বিন্দু বিন্দু জল
এক-পা এক-পা গেলে পৃথিবী ভ্রমণ
তিলে তিলে গড়ে ওঠে অট্টালিকা বন
নদীও সাগরে মিশে ঊর্বশী উচ্ছল।
সাহস সঞ্চার করে হলে অগ্রসর
অচিরে সম্মান পাবে অগাধ আদর।