প্রেম-প্রীতি-ভালোবাসা শুধু কি প্রিয়ারে!
নাকি পৃথিবীর সবে— জীব বা নির্জীব;
সর্বদা  বিলায় প্রেম বৃক্ষ নির্বিচারে
হৃদয় উজাড় করে দিতে উদগ্রীব।
নির্জীব বস্তুও কারো হতে পারে প্রিয়
হারালে ব্যাকুল হয় বিনা দরশনে
শিশু কোলে মা মেরীর দৃশ্য স্মরণীয়
অনুপম চিত্রকলা কাটে দাগ মনে।


প্রেম চিরন্তন জানি এপারে ও স্বর্গে
হৃদয়ের অনুভূতি অনিন্দ্যসুন্দর
শেষ দেখা দেখে নিতে বেদনায় মর্গে
সঙ্গিনী হারিয়ে গেলে কাঁদে কবুতর।
প্রেমানলে দগ্ধ হয়ে ভস্মীভূত দ্বেষ
হিংসাকে আহেলি প্রেম করিবে নিকেশ।