ক্রোধাগ্নি চরম শত্রু ক্ষতি অন্তহীন
ধূলিতে লুটায় মান তুষের অনলে
হিতাহিত জ্ঞান শূন্য ওরে অর্বাচীন
সৌম্যমূর্তি নির্নিমেষে হারায় অতলে।
মনস্তাপ করে গ্রাস লোকচক্ষে হীন
মনের গহিনে তা যে দগ্ধে তলে তলে
সূর্য মধ্যাকাশে তবু আলো অতি ক্ষীণ
তপস্যার পুণ্যফল ভেসে যায় জলে।


ক্রোধকে প্রকাশ করা যতটা সহজ
ততটা কঠিন কাজ ক্রোধ সংবরণ
মন্দিরে প্রার্থনা করি মদিনায় হজ
আত্মার শুদ্ধতা চাই শান্তির জীবন
বুদ্ধ-জিশু-হজরত বলেছেন ভজ
প্রত্যাঘাত কভু নয় শুচি করো মন।