বিদায় নিলেও তুমি রেখেছি জাগিয়ে
সারাটাজীবন ছিলে প্রেমিক হৃদয়ে
লোপাট সমস্ত নথি জানিল না কেউ
শেষলেখা পত্রখানি গিলেছে হাঙর।
দুটি হৃদয়ের প্রেম তারিয়ে তারিয়ে
চলে নন্দনকাননে, নিভৃতে নির্ভয়ে
অনিবার্য বিপর্যয় কী প্রবল ঢেউ
থরহরি কম্পমান মহর্ষির ঘর।


সত্য উদ্ঘাটিত হোক চায় জনগণ
চোখের আড়ালে চলে কত ব্যভিচার
এত প্রবঞ্চনা কেন কে দেবে উত্তর!
‘জায়াব্রত নর আমি’, বলিবে কখন?
পুরুষ–নিঃসৃত বাণী, ‘নরকের দ্বার’
নষ্টা হয় নারীরাই নষ্ট নয় নর!