ন্যুব্জ বয়সের ভারে চলে না চরণ
একান্ত আপন যারা গেছে বহুদূরে
মনের গহিনে জমা অসহ্য বেদন
নিরালায় একাকীত্ব খায় কুরে কুরে।
বিটপীর ছত্রছায়ে বার্ধক্য জীবন
এখানে সবাই বন্ধু আছি অপসূরে
বৃদ্ধাশ্রম বারাণসী অনিন্দ্য ভুবন
বেজে ওঠে মিঠে সুর হৃদয় সন্তুরে ।


যাদের আপন ভাবি তারাই তো পর
খবর নেয় না কোনো পাছে কিছু বলি
জীবনের আস্বাদন তটিনী নির্ঝর
শ্যামা মা’র পায়ে দিই জবার অঞ্জলি।
প্রতীক্ষায় রই চেয়ে আকাশের পানে
কখন আহ্বান পাবো ‘এসো এইখানে’।