অবিরল ধারা দিয়ে দূর করো খরা
ওগো তুমি নিরুপম ফুটিফাটা ধরা।
প্রাণীদের হাহাকার চোখে পড়ে না কী
বৃক্ষ লতাপাতা কাঁদে প্রাণ যেতে বাকি।
জল নেই কোনোখানে যেন মরুভূমি
কেন এ করাল রূপ বলো প্রভু তুমি।
তোমার কৃপায় চলে বিশ্বচরাচর
তুমি শিব তুমি সত্য করুণা–নির্ঝর।


প্রাণহীন পৃথিবীর কী যে রূপ হবে
ভেবেছ কী তুমি তা কেন বসে তবে?
করুণা-সাগর থেকে ঢেলে দিয়ো বারি
তা না হলে ঘটে যাবে বড় মহামারি।
আকাশে বিজুরি হাসে বিকট আওয়াজ
নদীনালা মাঠঘাট  ভরে যাক আজ।