পূর্ণিমায় বিধুমুখী উঠেছে গগনে
এসো প্রেমের ঠাকুর অশান্ত এ ভবে
বিভেদ-বিদ্বেষ তবে দূরীভূত হবে
মহাপ্রভু মহাজ্ঞানী জানে সর্বজনে।
উদ্বাহু অপূর্ব মূর্তি দেখি ক্ষণে ক্ষণে
মনুষ্যসমাজ আজ দেখে শিক্ষা লবে
জীবন-যন্ত্রণা যত সহিছে নীরবে
দূ্রীভূত হবে ব্যথা তব আগমনে।


ভগবান অবতীর্ণ ভবে যুগে যুগে
নররূপী অবতার জীবের কল্যাণে
বুদ্ধ-জিশু-মহম্মদ প্রভু শ্রীচৈতন্য।
উদ্ভ্রান্ত মনুষ্যকুল মেতেছে হুজুগে
স্বার্থান্বেষী অর্থগৃধ্নু সত্য নাহি জানে
কে দেবে প্রেমের বাণী চৈতন্য অনন্য।