প্রিয়া - স্রোতস্বিনী এ জীবন
         চলছে বহে অনুক্ষণ।
              কখনও ধীর
             আবার অস্থির
      বোঝে না কেউ নদীর মন।


প্রিয় - অন্তর্দাহে কেউ মরে
        কারও খুশি অন্তরে।
             কান্না হাসি
             গয়া কাশি
      এই পৃথিবীর সব ঘরে।


প্রিয়া - কর্ম করেই মোক্ষ লাভ
         সজ্জনের না হয় অভাব।
               অশুভ নাশ
               বিমুক্ত পাশ
          পরম পুণ্যে জন্মলাভ।


প্রিয় -  এ বছর তো বেশ খরা
         গ্রামের মানুষ মনমরা।
               কী যে হবে
               রুক্ষ র'বে
         উপায় খোঁজ খুব ত্বরা।


প্রিয়া -  চুপ রয়েছে প্রশাসন
       পাষাণের কী গলবে মন ?
            ক্যানেলে জল
             বহে কলকল
        বাঁচবে তবে মানুষজন।


প্রিয় - বীজ ও সারের মিনিকিট
         পঞ্চায়েতের পড়ছে ইট।
               রাস্তা পাকা
               গড়বে চাকা
          এটাই এখন খবর হিট।

প্রিয়া - মাথার ওপর শক্ত হাত
        বর্ষাতে নয় অশ্রুপাত।
              সুকন্যাশ্রী
              অনন্যাশ্রী
      জগৎ-সভায় করল মাত।


প্রিয় -    অপুষ্টি আর অনাহার
        যেন না রয় কোথাও আর।
                মেল পাখা
                খোল শাখা
       এ দেশ কেন মানবে হার।


প্রিয়া -   বিত্তবানের বাড়ছে ধন
         খুঁজলে পাবে অনেকজন।
                যারা গরীব
             তারাও তো জীব
        বঞ্চিত আজ লাখ এখন।


প্রিয়-  কষ্ট ব্যথার নেই অন্ত
        জাবাব শুধু শ্বেত দন্ত    
             এমন দৃশ্য
              বর্ষা-গ্রীষ্ম
        হেমন্ত-শীত-বসন্ত।