বৃষ্টি এলো ঝমঝমিয়ে ভিজল হলুদ শাড়ি
রুমুর ঝুমুর নূপুর পায়ে ছুটল তাড়াতাড়ি।
পল্লবিনী ভিজল খানিক ভিজল সবুজ মন
ব্যস্ততা তার হারিয়ে গেল কী দেখে উন্মন !


একটু দূরে জানলা খোলা আবছায়ে মুখ কার
পড়ার ফাঁকে একটু দেখা এটাই সুযোগ তার।
ছাদের ওপর যায় সে রেখে মধুর পদধ্বনি
হৃদয়বীণায় ঝংকৃত হয় শিঞ্জিনী তেমনি।


আকাশে মেঘ জমলে ময়ূর পেখম মেলে চায়
কখন আসে বনময়ূরী রয় সে প্রতীক্ষায়।