ডাকল সখী যাই কী করে
হাতে অঢেল কাজ
সৌদামিনী হাসল ক’বার
মেঘের রণসাজ।


যেতে আমি পারব না রে
পারিস যদি আয়
পাটিসাপটা করছি এখন
দিবি না তুই সায়?


এমন করে লোভ দেখালে
জিহ্বায় আসে জল
মন বলে ‘চল এখনই যাই
করিস কেন ছল।'


সোনা ভাইকে সঙ্গে আনিস
দেখবো হাসিমুখ
বিকেলটা বেশ কাটবে ভালো
ভরবে আমার বুক।


গল্পগুজব চলল ভালোই
খাওয়াদাওয়াও হলো
তৃপ্তিসুখে সবার আনন
দারুণ ঝলোমলো।


নামল আঁধার ওরা দুজন
ফিরবে এবার ঘর
টোটো একটা দাঁড়িয়েছিল
বরষা ঝরঝর।