প্রিয়া – ওই যে দূরে যাদের বাস
         বার্তা দেব তাদের পাশ।
                পড়তে হবে
                জানবি তবে
         বিকেলবেলা সবাই যাস।


প্রিয় – পড়ছে ওরা পাঠ্য বই
       করতে পারে এখন সই।
             হাত লাগালো
            লাগছে ভালো
       মুখে ওদের ফুটছে খই।


প্রিয়া – এবারে চাই পাঠশালা
         তৈরি কর আটচালা।
             ফিরলে সুদিন
             নবীন প্রবীণ
      সইবে না আর বিষজ্বালা।


প্রিয় – চেষ্টা থাকলে সবই হয়
         রুখতে পারে বিপর্যয়।
               অলস যারা
              পিছিয়ে তারা
       প্রত্যয়ীদের হবেই জয়।


প্রিয়া – জৈব সারে করব চাষ
         সব ফসলই বারোমাস।
                স্বাস্থ্য তবে
                অটুট রবে
          পূরবে তবে অভিলাষ।


প্রিয় – গড়ব এবার হাসপাতাল
         সুস্থ দেহে কাটবে কাল।
               রাতবিরেতে
               ওষুধ পেতে
       হবে না আর কেউ নাকাল।


প্রিয়া – একটি তরু একটি প্রাণ
        বাঁচায় লক্ষ প্রাণীর জান।
              আমরা যেমন
              ওরাও তেমন
        পরস্পরের প্রীতির টান।


প্রিয় – কত পাখি গড়বে নীড়
        স্নিগ্ধ শীতল সুনিবিড়।
              যখন তাপে
              পরান কাঁপে
       ছত্রছায়ায় করবে ভিড়।


প্রিয়া – সৃষ্টি হল নতুন গ্রাম
       ‘শ্যামলিমা’ দিলাম নাম।
              সবাই রাজা
             ঢোলক বাজা
        নিষ্ঠাভরে করব কাম।


প্রিয় – মনে শুধু সাহস চাই
       বিঘ্ন বলে এবার যাই।
              স্বপ্নগুলো
              শীর্ষ ছুঁলো
     খুশির কোনও অন্ত নাই।