ভ্রমণপিপাসু আমি। কন্যাকুমারিকা
গয়া-বৃন্দাবন-কাশী করেছি দর্শন।
এবার অমরনাথ, আষাঢ়ের শেষে
বিপদসঙ্কুল পথ, তবু পা বাড়াই।
সহযাত্রী চিরসাথি খোঁপাতে মল্লিকা
আকাশে কাজল মেঘ শুরু বরিষন
ক্ষণেক বিশ্রাম বসে গিরিপাদদেশে
পুলক উথলি ওঠে যে দিকে তাকাই।


সহসা গুলির শব্দ কান্না আর্তনাদ
কে যেন আমায় ডাকে, ‘আয় চলে আয়
আশ্রয় আমার কোলে আর ভয় নাই।’
সারা অঙ্গ রক্তরাঙা, অমৃতের স্বাদ
করিলাম আস্বাদন এই নিরালায়
বিদেহী অমর আত্মা স্বর্গে পেল ঠাঁই।