রমজানের কৃচ্ছ্রসাধন চলছে টানা একটি মাস
সারাটা দিন উপোসি রয় শরীর পাতন কলুষ নাশ।
আল্লা খোদাতালা দেখেন আমরা ভবে করছি কী
বিরাজ করেন মনের ভিতর জানিয়ে দেন সত্য কী।


কর্ম করেই দিন কেটে যায় এগিয়ে আসে খুশির ইদ
চাঁদের হাসি পড়বে ঝরে হারিয়ে যাবে রাতের নিদ।
নতুন জামা নতুন কাপড় নতুন টুপি মাথার ’পর
নামাজ পড়া ইদগাহতে আপন সবাই নয়কো পর।


হরেকরকম মণ্ডামিঠাই পায়েস সিমাই নানান ফল
সবার মনে খুশির আমেজ আঁধার রাতি হয় উজল।
আতসবাজি তুবড়ি হাউই আকাশজুড়ে রঙের খেল
হিংসা বিভেদ ঘুচিয়ে দিয়ে নাচবে রহিম পুড়ুক তেল।


নিঃস্ব যারা দিন-ভিখারি আজকে তারাও ব্রাত্য নয়
একটুখানি সোহাগ পেয়ে সামিল সবাই প্রেমের জয়।
বিভেদরেখা মুছিয়ে দিতে বাড়িয়ে দেবো প্রীতির হাত
শপথ নেবার এই তো সময় রুখবো দীনের অশ্রুপাত।


খোদার কৃপায় ধরার বুকে পেয়েছি মা’র কমল কোল
দু’দিনের এই মানব জীবন হৃদয়দুয়ার খোল রে খোল।
পুব গগনে উঠলো রবি উধাও হলো রাতের ক্লেদ
হাত মিলিয়ে রইলে সবাই তবেই হবে লক্ষ্যভেদ।

প্রেমের বন্যা বহিয়ে দিয়ে রইবো সাথে সদাই ভাই
প্রীতির বাঁধন রইবে অটুট পথ হারাবে বিভেদটাই।
ভালোবাসার পিদিম জ্বেলে ছড়িয়ে দেবো বার্তা তাঁর
ওই আলোতে ভরবে ভুবন মুখ লুকাবে অন্ধকার।