রথযাত্রা লোকারণ্য আনন্দ অপার
আবালবৃদ্ধবনিতা উৎসবে সামিল
মহামিলনের ক্ষণ হর্ষ অনাবিল
জগ্ননাথ-বলরাম বোন সুভদ্রার।
অগ্রভাগে জগ্ননাথ,পশ্চাতে তাঁহার
বলরাম সুভদ্রার রথ সাবলীল
গতিতে গন্তব্যে চলে আকাশ সুনীল
নীলাচলে দুই নীল মিশে একাকার।


জাতি ধর্ম মুছে ফেলে মানুষের ঢল
রশিতে যখনি টান ওঠে হর্ষধ্বনি
ঠাকুরের কৃপা চাহে প্রত্যেকের তরে।
ছড়াতে সাম্যের বার্তা রৌদ্রকরোজ্জ্বল
দিনে প্রাপ্তি পূর্ণতার, মহামূল্য মণি
স্বস্তির বারতা পৌঁছে হৃদয়পিঞ্জরে।