জীবনের স্বর্ণজয়ন্তীতে
‘দা জার্নি রিমেন্স ইনকমপ্লিট’
           শেষ না করে চলে গেলে?
কেন এত তাড়াহুড়ো।
         এমন তো কথা ছিল  না।
এইতো কদিন আগে
     শ্রেষ্ঠ সামাজিক সম্মান
            বঙ্গবিভূষণ পেলে,
আর পেলে তোমার অতি প্রিয়
                  জুঁইয়ের ডালি।
উজ্জীবিত হয়ে
            শৃঙ্গ জয়ের স্বপ্ন অন্তরে।
কত কাজ রয়ে গেল বাকি।
অবিশ্বাস্য তোমার উদ্ভাবনী শক্তি।
বুদ্ধিদীপ্ত রুচিশীল পরিচালনায়
                   তুমি ছিলে অগ্রণী।
সূর্য মধ্যগগন থেকে অকস্মাৎ
                 পূর্ণগ্রাসে অন্তর্হিত হ’ল।
তোমার স্বর্ণালি উপস্থিতি
             চিরভাস্বর রইবে মনের গহিনে।
অতুল অবদান
    প্রেরণার ফল্গুধারা হয়ে
       নিঃশব্দে অবিরাম বয়ে যাবে।