রুবাইয়াৎ-ই-অজিত কুমার ২০৬


৮২১
রাধা ছাড়া যেমন খাঁ-খাঁ নীপবীথি বৃন্দাবন
তুমি নেই তাই বসন্তও রংচঙে আর নয় তেমন।
ঝুরুঝুরু ঝরছে কুসুম পাখিরাও গায় না গান
নীরব কেন নূপুর তোমার ফুরিয়ে যাবে এই লগন।


৮২২
আসবে বলেই দমকা বাতাস এঁকে দিল আলপনা
এটাই আমি চেয়েছিলাম নিখুঁত পরিকল্পনা।
প্রকৃতি হাত বাড়িয়ে দিল পড়ল ঝরে লাল কুসুম
তোমার জন্য কী এনেছি আসার আগে বলব না।


৮২৩
অবাক হয়ে দেখছ শুধু কোনও কথাই বলছ না
যা করেছি তুচ্ছ অতি আমি যে দীন একজনা।
নয়নজুড়ে তারার দ্যুতি চাওয়ার চেয়ে ঢের বেশি
বসার আসন চাটাই বলে তাই কী তুমি বসছ না।


৮২৪
'তোমার চাওয়া' আমার পাওয়া অনুপম এক উপহার
বুঝতে পেরে বেরিয়ে পড়ি পাছে নেমে যায় আঁধার।
নূপুর যখন রিনিকঝিনিক ভেসে ওঠে ওই শ্রীমুখ
দুই নয়নে আলোর ঝিলিক নৃত্যশৈলি চমৎকার।


© অজিত কুমার কর