এসেছি বসন্তরূপে রাঙাতে তোমায়
পরাব গলায় মালা পায়েতে নূপুর
এক গোছা স্বর্ণচাঁপা লাগাব খোঁপায়
এ-ফুলের মধুবাস যাবে বহুদূর।
এখনো অনেক বাকি সাজাব যতনে
পলাশের বাজুবন্ধ, শিমুলের দুল
সাজিতে অশোক আছে, পরাব এক্ষণে
হিজলের নাকছাবি, টিপ জবাফুল।


আজ তুমি হয়ে গেছ রুপসি অনন্যা
ঊর্বশী প্রেয়সী ধনি হয়ো না চঞ্চল-
‘দাঁড়াও কোথায় যাও ওগো তুমি কন্যা’
এ কথা শুনিতে পাবে ‘কর কেন ছল’।
বসিবে তোমার অঙ্গে কত প্রজাপতি
বারতা পাবেই জেনো আনন্দের অতি।