সবকিছুতেই আজ বেসামাল কেন এমন হলো!
                               চক্ষু ছলোছলো।
ভোগবিলাসের সময় হলো শেষ
পায়ের ওপর পা-টি তুলে কাটছিল দিন বেশ,
স্বপ্নেও ভাবিনি কভু এমন হতে পারে
                এত থেকেও নিঃস্ব একেবারে।
লাইন দিয়ে দুদিন পরে যেটুক রসদ পাই
                  চলে না যে, আরও অনেক চাই।
এর সুরাহা কখন হবে বলো
অথই গাঙে ডুবব এবার
                         নৌকা টলোমলো।


ক্ষণে ক্ষণে হচ্ছে কালো সাধ্য কি তা রুখে
                         তা না হলে রইবে না যে সুখে!
এমনি করেই কালোর পাহাড় গজিয়ে ওঠে দেশে
             ঘুরে বেড়ায় বুক ফুলিয়ে শৃঙ্গ নভে মেশে।
ওরাই হলো গণ্যমান্য লোক
            খেটেখাওয়া লোকের থেকে
                              লুটে খাওয়ার ঝোঁক।