*            শপথ- শহিদস্মরণে
               অজিত কুমার কর


বাংলা আমার জন্মভূমি বাংলা আমার ভাষা
এই ভাষাতেই পড়ি লিখি স্বপ্নরঙিন আশা।
             অমর্যাদা মানবো কেন
              শ্রদ্ধা ভক্তি করি যেন
   বঙ্গমাতার জয়ধ্বজা সবার শীর্ষে রবে।
           মায়ের দুঃখে আমরা দুঃখী
            মায়ের সুখে আমরা সুখী
মা’র বিপদে চুপটি করে কে রয়েছে কবে।
কপট অভিসন্ধি যাদের উলটাতে চায় পাশা
বুক চিতিয়ে লড়বো সবাই রক্ষা করব ভাষা।


বাংলাভাষার মুক্তিযুদ্ধে শহিদ হ’লো যারা
ওদের কথা কেউ ভুলিনি বীর সেনানী তাঁরা।
         রফিক জব্বার আর সফিউর
         বরকত সালাম সব কোহিনুর
হারায়নি কেউ দিচ্ছে আলো আকাশপথে উড়ে।
             ফেব্রুয়ারি একুশ তারিখ
              প্রতি বছর প্রত্যুষে ঠিক
   আন্তর্জাতিক ভাষা দিবস পালন বিশ্বজুড়ে।
    স্বাধীনচেতা বঙ্গবাসী ভাঙল পাষাণকারা
  কাজ এখনও অনেক বাকি হয়নি আত্মহারা।


শপথ নেবার এইতো সময় আমরা কী না পারি
  সবার মুখে বাংলা ঝরুক যেমন ঝরে বারি।
              শুদ্ধ বাংলা উচ্চারণে
             হর্ষ জাগে শ্রোতার মনে
এমন যদি করতে পারি লাগবে খুবই ভালো।
            স্বর্গসুখ তো ভাষায় আছে
             মা যদি রয় সবার কাছে
বাংলামায়ের চোখে তখন জ্বলবে খুশির আলো।
  তাহলেই তো রইবে টিকে বিশ্বে বাংলাভাষা
   মাতৃভূমির প্রতি থাকুক এটুক ভালোবাসা।