শ্রাবণ-শেষে বর্ষা-বিদায় দেখতে পাওয়া বিষম ভার
দস্যিপনা চলতে থাকে খামখেয়ালি মেজাজ তার।
বর্ষা ঋতু ভালোই জানে ফুটবে এবার পদ্ম কাশ
কামিনী জুঁই শিউলি বেলি ছড়িয়ে দেবে মধুর বাস।


স্বর্গ থেকে আসবে উমা বাংলামায়ের ভরবে কোল
চতুর্দিকে পড়বে সাড়া ঢ্যামকুড়াকুড়  বাজবে ঢোল।
কেউ রবে না তখন ঘরে ভিড় জমাবে মণ্ডপে
খাওয়া ঘোরা দেদার মজা পোশাক–আশাক ধপধপে।


বর্ষা যদি না হয় তবেই শরৎ-মেঘের মুখ উজল
উড়বে তখন তুলোর মতো হালকা তনু উধাও জল।
মাথার ওপর নীল চাঁদোয়া রবির আলোয় সাগর নীল
উদাসী মন হারিয়ে যাবে যেথায় সাগর পাহাড় ভীল।