সেই তো আবার এলে রূপসি ল্যাবণ্য
কেন এত অভিমান সুদীর্ঘ  সময়
বসন্ত হারিয়ে গেছে সে কি আর রয়
লাবণ্য অনন্যা তুমি- আমি তো নগণ্য।
বিকেলে দর্শন দিয়ে করে গেলে ধন্য
মননে মাণিক্যরূপে রহিবে অক্ষয়
অবশেষে আমাদের প্রেম পেল জয়
সুরভি ছড়াতে প্রেম করেনি কার্পণ্য।


প্রেম নামে স্বর্গ হতে, প্রেম চিরন্তন
কখন যে সেতুবন্ধ একটি পলকে
অদৃশ্য সোপান সে’টি পথ নাই আর।
একাত্ম নিবিড় ঘন দুটি তনুমন
প্রস্ফুটিত শতদল খুশির ঝলকে
সাগরে মেশার জন্য আকাঙক্ষা দুর্বার।