শিশির জমেছে কবরীতে
অজিত কুমার কর

ঘুমিয়ে পড়েছ জানলাটা খোলা রেখে
সারারাত ধরে শিশির জমেছে চুলে
কার কথা ভেবে লাগাতে গিয়েছ ভুলে
সাড়া দিলে না তো ফিরে গেছি ডেকে ডেকে।

ঘুমোতে পারিনি জাগরণে কাটে নিশি
কাকভোরে ফের এসেছি তোমার দ্বারে
তখনো জাগোনি চুল সাদা একেবারে
জটাজুটধারী শুয়ে যেন এক ঋষি।

অরুণকিরণে ঝলমল চারি দিক
শিশিরের কণা মুকুতার রূপ ধরে
হাসি ফুটে ওঠে কনকচাঁপা অধরে
বিকশিত এক গোলাপের মতো ঠিক।

স্বাভাবিকভাবে ভাঙুক তোমার ঘুম
প্রকৃতির সাথে মিলেমিশে একাকার
বারবার দেখি মেটে না সাধ আমার
ক্ষণেক পরেই নূপুরের রুমঝুম।

© অজিত কুমার কর