অবোধ জৈনাব হ’লো লালসা-শিকার
পশ্বাধম পিশাচের, পাঞ্জাব-কসুরে,
নিশীথে নর্দমা 'পরে দিয়ে গেছে ছুঁড়ে
ক্ষতবিক্ষত রক্তাক্ত গোপনাঙ্গ তাঁর।
নিষ্পাপ দুধের শিশু আপন সবার
প্রাকৃতিক দৃশ্যাবলী দেখে ঘুরে ঘুরে
অতি প্রিয় মাসিমার বাড়ির অদূরে
ফুলের কুঁড়ির মতো সুগন্ধি আধার।


মৃত্যুদণ্ড তাও বুঝি অতি তুচ্ছ মনে
হয়, চাই অন্য কিছু, যা দেখে ভাবাবে
বারংবার আতঙ্ক নিয়ে, লোলুপ দুর্জনে;
শিশুরা আতঙ্কগ্রস্ত বাঁচিবে কীভাবে?
অশুভ শক্তির নাশ হবে সুনিশ্চয়
জাগরিত মনুষ্যত্ব জোগাবে অভয়।


(পাকিস্থানের পাঞ্জাব প্রদেশের কসুর জেলার ঘটনা।
শিশু নির্ভয়ার বয়স মাত্র সাত)