শৈশবের হাহাকার
অজিত কুমার কর


পথের পাশে সারাটা দিন নিঝুম সারা বাড়ি
দীর্ঘশ্বাস ছাড়ি।
রোজই বাবা আটটার ট্রেন ধরে
খেয়েদেয়ে মা-ও বেরোয় তার একটু পরে।
এখন পড়ি ক্লাস ওয়ানে সরকারি এক স্কুলে
গাড়ি এলেই মোহনকাকু নেয় আমারে তুলে।


থাকি যখন একলা ঘরে শুধু পুতুল সাথি
শেফালিকার মালা নিজেই গাঁথি।
কাঁপিয়ে ছোটে মেল-এক্সপ্রেস গাড়ি
ইচ্ছে করে ওতেই চড়ে জমাই দূরে পাড়ি।


আমায় কিছু সময় দেবে, তা কোথায় ওদের
আরও যে চাই, আরও রোজগার ঢের।
জৌলুসহীন এ শৈশবের দুঃখ বলি কারে
চঞ্চলা এই ধরণিতে বন্দি একেবারে।
বুঝেও কেন অবুঝ ওরা সব
নিঝুম ঘরে কেঁদে মরে আমার এ শৈশব।


© অজিত কুমার কর