বিপদে না ডরে        ক্ষুব্ধ সাগরে
           পথহারা পায় কূল
গুঁড়ায় প্রাচীর            টুটে জিঞ্জির
          সাথি সদা নজরুল।


সদা উঁচু শির             দুর্জয় বীর
           মহাবলে বলীয়ান
লোহার কপাট      মেনে নেয় ঘাট
          সব বাধা খানখান।


মসির শক্তি                মাতৃভক্তি
           অসি হয় পদানত
কাঙ্ক্ষিত জয়           দূর করে ভয়
          প্রভাতরবির মতো।


কীসের ক্লান্তি           বিলীন ভ্রান্তি
          মুছে যাবে যত কালি
হৃদয় মাঝারে         ডঙ্কা বাজা রে
        মা’র পায়ে দেব ডালি।


উড়াব নিশান          বাজাব বিষাণ
           ছুটে আয় সবে ভাই
বাজিছে মুরলি        কত কথা বলি
           ভয় নাই ভয় নাই।