বিশ শতকের শ্রেষ্ঠ সাধক শিরোপরি মাতৃআশিস
কামনা-বাসনা-মুক্ত হৃদয়ে তপে লিপ্ত অহর্নিশ।
তমসায় ঢাকা ধরণির বুকে প্রজ্জ্বলিত জ্ঞানের দীপ
কুয়াশা কাটিয়ে সমুদ্ভাসিত নীল সাগর অন্তরীপ।


কোমল পরশে নতুন জীবন আহেলি প্রেম ভক্তিযোগ
বিপর্যস্ত মানব হৃদয় সহজে কাটায় দুর্ভোগ।
মাতৃভক্তি দেশের মুক্তি হৃদয়ে সতত জাগরুক
নির্জন ঘরে দেয়ালের গায়ে উজ্জ্বল স্বামিজীর মুখ।


পণ্ডিচেরিতে শান্তির নীড় সম্মুখে তাঁর নেই কেউ
যোগসাধনায় চিত্ত শান্ত সাগরবুকে উতল ঢেউ।
আধ্যাত্মিক জাগরণ চাই তবে মানুষের কল্যাণ
মুক্তিমন্ত্রে দীক্ষিত যোগী শীতল স্নিগ্ধ মনপ্রাণ


মোক্ষলাভের সিদ্ধ দিশারি মহাত্মা দেশগৌরব
ফিরল ধরায় পরম শান্তি সমীরণে মধুসৌরভ।