শ্রীচরণস্পর্শে তব জাগে শিহরন
জগতের বুকে তুমি দেবতাস্বরূপ
সুগন্ধ ছড়িয়ে পড়ে জ্বলে যেন ধূপ
রত্নগর্ভা বঙ্গভূমি নর নারায়ণ।
বিবিধের মাঝে এ কী অপূর্ব মিলন!
মতের পার্থক্য থাক ফোটে বিশ্বরূপ
‘যত মত তত পথ’ ভেঙে দিল কূপ
প্রেমের জোয়ারে ভাসে লক্ষ কোটি মন।


ঈশ্বর বিদেহী কিংবা অনিন্দ্য সাকার
ভজনা যারেই হোক, একনিষ্ঠভাবে
যদি হয় সে সাধনা, মিলিবেই দেখা।
হিন্দু-বৌদ্ধ-জৈন-খ্রিস্ট সব একাকার
কিছু কী প্রভেদ আছে, খুঁজে নাহি পাবে
অনন্ত ব্রহ্মাণ্ড মাঝে আঁকা পদরেখা।